• ঢাকা
  • |
  • সোমবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ সকাল ১০:৫৭:২১ (19-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ সকাল ১০:৫৭:২১ (19-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেট সীমান্তে মোটরসাইকেলসহ তিনজন গ্রেফতার

১৯ মে ২০২৫ সকাল ০৭:৫৬:০৪

সিলেট সীমান্তে মোটরসাইকেলসহ তিনজন গ্রেফতার

সিলেট ব্যুরো: সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে ভারতীয় ইয়ামাহা R15 মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানার পুলিশ। এ সময় চোরাকারবারিদের ব্যবহৃত আরও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ফেনী জেলার দাগনভুঁইয়া উপজেলার কামু পাটুয়ারীবাড়ী সেকান্দারপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র আবদুল্লাহ আল সাবের শান্ত (২৩)। ফেনী সদরের মিজানপাড়া এলাকার ফিরোজ মিয়ার পুত্র ওমর ফারুক (২২) ও জৈন্তাপুর উপজেলার ডৌডিক গ্রামের মৃত আবদুল লতিফের পুত্র আশিকুল ইসলাম (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, ১৮ মে রোববার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরবস্ত এলাকায় অভিযান চালায় পুলিশ। রাত সাড়ে ১২টার দিকে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক ওবায়দুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স দরবস্ত শেলটেক টেকনোলজি কোম্পানি গেটের সামনে অভিযান চালিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে ভারত থেকে চোরাই পথে আনা নীল-সাদা রঙের একটি ইয়ামাহা R15 মডেলের ও তাদের ব্যবহৃত আরও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত বলে স্বীকার করেছে। অভিযানকালে মোটরসাইকেল বিক্রির সাথে জড়িত একজন দৌড়ে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, উক্ত ঘটনায় পলাতক একজন আসামিসহ মোট চারজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতার তিনজনকে রোববার সকালে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আশুলিয়ায় পার্কিং করা বাসে আগুন
১৯ মে ২০২৫ সকাল ০৯:১১:৩৭