• ঢাকা
  • |
  • সোমবার ২২শে পৌষ ১৪৩২ দুপুর ১২:২১:০৭ (05-Jan-2026)
  • - ৩৩° সে:
সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি: র‍্যাব-৯ ও র‍্যাব-৭-এর যৌথ অভিযানে সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। একই মামলায় পৃথক অভিযানে ভিকটিমকে সুনামগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে।র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিম দোয়ারাবাজার থানাধীন জান্নাত রা: মহিলা মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। গত ২৬ নভেম্বর সকালে মাদ্রাসায় যাওয়ার পথে অভিযুক্ত রুবেল মিয়া ও তার সহযোগী জোরপূর্বক তাকে অপহরণ করে। এ ঘটনায় ভিকটিমের চাচা দোয়ারাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।মামলার পর র‍্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় ২ জানুয়ারি চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি মো. রুবেল মিয়া (২১)-কে গ্রেফতার করা হয়। আসামি রুবেল মিয়া দোহালিয়া ইউনিয়নের কিত্তে রাজনপুর গ্রামের মো. রফিক মিয়ার ছেলে।অপরদিকে, ৪ জানুয়ারি রোববার ভোর রাতে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গহরপুর এলাকা থেকে র‍্যাব ভিকটিমকে উদ্ধার করে।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামি ও উদ্ধার ভিকটিমকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।