ফরিদপুর প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ফরিদপুর জেলা সার্চ কমিটি গঠন উপলক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে ।
১৭ মে শনিবার বিকেল সাড়ে তিনটায় এস এম মান্নান স্কুল এন্ড কলেজে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ফরিদপুর জেলা সার্চ কমিটি গঠন উপলক্ষে ইঞ্জিনিয়ার ফিরোজ হোসেনের সভাপতিত্বে একটি সাংগঠনিক প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. তৌহিদ আহমেদ আশিক, সাবেক গণঅধিকার পরিষদ নেতা ডা. বায়েজিদ আহমেদ শাহেদ, বিভিন্ন উপজেলা থেকে আগত এনসিপি সমর্থক হাবিবুর রহমান, হামিদ মিয়া, নাজমুল সর্দার, রেজাউল করিম, রনি মোল্লাসহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আমাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমাদের নিজেদের সুসংঘটিত হতে হবে। ফরিদপুর জেলা সার্চ কমিটি গঠনে যোগ্য, সৎ ও আদর্শ লোকদের স্থান দেয়া হবে। ১২-১৫ জনের একটি সার্চ কমিটি গঠন করা হবে। আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ও সম্পৃক্ত কাউকে কমিটির অন্তর্ভুক্ত করা হবে না। নতুন ধারায় ও পরিবর্তনের আবহে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available