• ঢাকা
  • |
  • শনিবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২ দুপুর ০২:৩৫:৩৩ (17-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২ দুপুর ০২:৩৫:৩৩ (17-May-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

বিরিঞ্চি এখন থেকে মাদকমুক্ত স্মার্ট গ্রাম

১৭ মে ২০২৫ সকাল ১০:৩৯:৫৯

বিরিঞ্চি এখন থেকে মাদকমুক্ত স্মার্ট গ্রাম

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সীমান্ত এলাকা গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিরিঞ্চি গ্রামকে মাদকমুক্ত স্মার্ট গ্রাম ঘোষণা করা হয়েছে।

১৬ মে শুক্রবার সন্ধ্যায় গ্রামবাসীর আয়োজনে বিরিঞ্চি জামে মসজিদ প্রাঙ্গণে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিরিঞ্চিকে মাদকমুক্ত স্মার্ট গ্রাম হিসেবে ঘোষণা করেন।

এসময় বিরিঞ্চি জামে মসজিদের সভাপতি সাব্বির আহম্মেদের সভাপতিত্বে ও মসজিদের খতিব মাওলানা মাহমুদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলম সরকার, জেলা বিএনপির সদস্য ইমরান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কামদিয়া ইউনিয়ন শাখার সভাপতি আবু ইউসুফ মো. অলিউর রহমান, সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।

বক্তারা মাদকের কুফলসহ নানাবিধ অপকারের কথা উল্লেখ করে মাদক থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানান।

প্রধান অতিথির বক্তব্যে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, মাদকমুক্ত করা যখন প্রশাসনের দায়িত্ব, সেখানে গ্রামবাসীর এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে দৃঢ়কণ্ঠে ঘোষণা করছি, মাদক কারবারিবা রাজনৈতিক বা অর্থনৈতিকভাবে যতবড় শক্তিশালীই হোক না কেন তাদেরকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না।

অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ থানার বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ লাইছুর রহমান, রাজনৈতিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ