পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় প্রায় দেড় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তিসহ এক যুবককে আটক করেছে র্যাব।
১৫ মে বৃহস্পতিবার বিকেলে র্যাবের নীলফামারীর ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে। এসময় এক পামুলী ইউনিয়নের আবু বক্কর সিদ্দিক নামের এক যুবকে আটক করো হয়।
র্যাব সূত্র জানায়, ৮নং দন্ডপাল ইউনিয়নের মাটিয়াপাড়া এলাকার মো. মুকুলের বাড়িতে অভিযান চালায় র্যাব। ভারতে পাচারের উদ্দেশ্যে রাখা ৩৩ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের মূর্তিসহ আবু বক্কর ছিদ্দীককে আটক করা হয়েছে। ছিদ্দীক ও মুকুল সম্পর্কে জামাই-শ্বশুর।
বৃহস্পতিবার বিকেলে র্যাব অভিযান পরিচালনা করলে বিষয়টি বুঝতে পেরে ছিদ্দীক একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তাসহ দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা তাকে আটক করে। আটকের পর বস্তা থেকে কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। বর্তমান যার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ হাজার টাকা।
নীলফামারী র্যাব ১৩ এর ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক বাদী হয়ে আবু বক্কর ছিদ্দীকের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫-বি, ১-এ ধারায় দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করে আসামি আবু বক্কর সিদ্দিককে থানায় হস্তান্তর করেন।
দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, মামলা রুজুর পর আসামিকে আদালতে প্রেরণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available