কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ৫৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান (৫০), মো. রাজু ওরফে রাজা মিয়া (৪২), আনোয়ার হোসেন আনার (৫৭) নামের তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা (দক্ষিণ) ডিবি পুলিশ।
১৩ মে মঙ্গলবার পৃথক অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালিগঞ্জ, হাসনাবাদ ও দোলেশ্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা জেলা (দক্ষিণ) ডিবির অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে হাসনাবাদ এলাকার বসুন্ধরা রিভারভিউ এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ মিজানুর রহমান, একইদিন রাত দশটায় কালীগঞ্জ বাজার এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ রাজা মিয়া ও রাত ১২ টায় দোলেশ্বর বাজার এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ আনার কে গ্রেফতার করা হয়।
এরা প্রত্যেকেই পেশাদার মাদককারবারি। এদের মধ্যে মিজানুর রহমানের নামে বরিশাল ও গোপালগঞ্জের মোকসেদপুর থানায় মাদক মামলাসহ তিন জনের বিরুদ্ধেই কেরানীগঞ্জ থানায় মামলা রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available