• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই শ্রাবণ ১৪৩২ রাত ১২:০১:৪১ (02-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৭ই শ্রাবণ ১৪৩২ রাত ১২:০১:৪১ (02-Aug-2025)
  • - ৩৩° সে:

ভ্যানিটিব্যাগে ৬ লাখ টাকার ইয়াবা, বাগেরহাটে নারী মাদক কারবারি গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ আফরিন হামিম ওরফে তমা (৩০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।১৮ জুলাই শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া মোড়ে এ অভিযান চালানো হয়।জেলা গোয়েন্দা পুলিশের এসআই সৈকত মল্লিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল কালাম ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোস্ট বসায়। বিকেল ৫টা ৩৫ মিনিটে মোল্লাহাট থেকে ঢাকাগামী বলেশ্বর পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এক নারী যাত্রীকে সন্দেহজনক মনে হলে নারী পুলিশ সদস্যরা তার ব্যাগ তল্লাশি করে।এ সময় ভ্যানিটিব্যাগ থেকে ১২০০ পিস কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা। আটক আফরিন হামিম দীর্ঘদিন ধরে বাগেরহাট ও আশপাশের এলাকায় মাদক পাচারে জড়িত ছিল।ঘটনার বিষয়ে এসআই সৈকত মল্লিক ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে গ্রেফতার নারী এবং ইয়াবাগুলো জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে।ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে আদালতে পাঠিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।