• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই আষাঢ় ১৪৩২ রাত ০১:১২:১১ (02-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই আষাঢ় ১৪৩২ রাত ০১:১২:১১ (02-Jul-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

৮ মে ২০২৫ সন্ধ্যা ০৬:১৯:০৬

বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

বাগেরহাট প্রতিনিধি: “ তথ্য হোক সত্য গণমাধ্যম চাই মুক্ত, গণমাধ্যমের মুক্তি, গণতন্ত্রের শক্তি” স্লোগান কে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।

একশন এইড বাংলাদেশের সহযোগিতায় ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) উদ্যোগে ৮ মে বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‌্যালিটি বাগেরহাট এলজিডি চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দশানি, ধানসিঁড়ি হোটেল এর সামনে এসে শেষ হয়।

র‌্যালিতে  সাংবাদিক, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে ধানসিড়ি ট্রেনিং সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালি শেষে পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন একশন এইড বাংলাদেশের সুশীল প্রকল্পের প্রোগ্রাম অফিসার এম.ডি হাফিজুর রহমান, ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ এর ফিল্ড কোর্ডিনেটর হাসান মাহামুদ জসীম, সুশীল সমাজের নাগরিক গোপিনাথ সাহা ও নার্গিস আক্তার ইভাসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ। উক্ত আলোচনা সভায় বাগেরহাটের কয়েকটি এনজিও সংস্থা অংশগ্রহণ করেন।

বক্তারা তাদের বক্তব্যে গণমাধ্যমের স্বাধীনতা, সত্য প্রকাশের গুরুত্ব, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




একদিনে আরও ৩৮৬ জনের ডেঙ্গু শনাক্ত
১ জুলাই ২০২৫ রাত ০৮:০৩:২৫





কেরানীগঞ্জে মাদক কারবারি আটক ২
১ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৪১:৩৬