নারায়ণগঞ্জ প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফিরে আসায় তার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় শুকরিয়া আদায় করে মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে খাবারের আয়োজন ও এতিম শিশুদেরকে নতুন পাঞ্জাবি কাপড় বিতরণ করা হয়েছে।
৭ মে বুধবার দুপুরে নারায়ণগঞ্জ ফতুল্লার অক্টোফিস এলাকার ওমর (রা.) নামে একটি মাদ্রাসায় জেলা যুবদলের সেক্রেটারি মশিউর রহমান রনি উদ্যোগে ওই দোয়ার অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানের মাদ্রাসার মুহতামিম আবু সাঈদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তার দেশে ফিরে আসাকে স্বাগত জানিয়ে তার সুস্থ স্বাভাবিক জীবন ও দীর্ঘ হায়াতের প্রার্থনা করেন। একই সাথে খালেদা জিয়া ও তার পরিবার দেশ ও জাতির কল্যাণের স্বার্থে কাজ করতে পারেন আল্লাহর কাছে সেই তৌফিক চেয়ে দোয়ায় উপস্থিত মাদ্রাসা শিক্ষার্থীসহ বিএনপি নেতা কর্মীদের নিয়ে প্রার্থনা করেন।
মাদ্রাসার মুহতামিম আবু সাঈদ গণমাধ্যমকে জানান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থ হয়ে ফিরে আসা, তার দীর্ঘায়ু কামনা করে মাদ্রাসায় দোয়ার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এটি খুবই একটি ভালো উদ্যোগ। আয়োজনে মাদ্রাসা শিক্ষার্থীদের খাবার খাওয়ানো হয়েছে এবং ৮ জন সামর্থ্যহীন এতিম মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে নতুন পাঞ্জাবির বিতরণ করা হয়েছে। রাজনীতিবিদদের মাধ্যমে এসব উদ্যোগ সত্যিই অনুকরণীয় ও দৃষ্টান্ত।
এ বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিউর রহমান রনি জানান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ হয়ে দেশে ফিরে আসা, তার দীর্ঘায়ু ও তার পরিবারের সকলের কল্যাণ কামনায় শুকরিয়া আদায় করে মাদ্রাসায় আয়োজনটির উদ্যোগ নেই। আমরা শুনেছি যে তালেবে এলেম অর্থাৎ যারা নাকি কোরআন শিক্ষা করে আল্লাহ তায়ালা তাদের দোয়া কবুল করেন। তাই মাদ্রাসা শিক্ষার্থী তালেবে এলেমদের মাধ্যমে দেশনেত্রী বিএনপি চেয়ার পার্সন খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ তার পরিবারের সকল সদস্যদের কল্যাণ কামনায় এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই সাথে ১০ জনকে নতুন পাঞ্জাবির কাপড় দেয়া হয়েছে।
এ সময় দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জক কোর্টের এ,পি,পি অ্যাডভোকেট আবুল কালাম, অন্ধ কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, সোনারগাঁও থানা যুবদলের আহ্বায়ক নুর এ ইয়াসিন, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা এনায়েত নগর ইউনিয়ন ৭নং ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান ও ৮নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনসহ প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available