• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩২ রাত ০৯:০১:৩৬ (11-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩২ রাত ০৯:০১:৩৬ (11-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মানিকগঞ্জে নদী ভাঙনকবলিত মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

৮ মে ২০২৫ সকাল ০৮:৪৩:৫৭

মানিকগঞ্জে নদী ভাঙনকবলিত মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে যমুনাপাড়ের ভাঙনকবলিত পরিবারের সদস্যদের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ করেছেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির।

৭ মে বুধবার বিকেলে উপজেলার তেওতা এলাকায় যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে দেখা করে খোঁজ নেন এবং অসহায় নারী-পুরুষদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।

অসময়ে যমুনার ভাঙন ঠেকাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত জিও ব্যাগ ফেলে নদীশাসনের অনুরোধ জানান তিনি। পরে তেওতা জমিদারবাড়ি নজরুল-প্রমীলা মঞ্চে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও দলীয় নেতাকর্মী এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময়সভায় অংশ নেন।

এস এ জিন্নাহ কবির বলেন, ‘হঠাৎ করে অসময়ে শিবালয় উপজেলার তেওতা এলাকায় যমুনা নদীতে ভাঙন দেখা দিয়েছে। খবর পেয়ে আমি ব্যক্তিগতভাবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছি। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নিতে তাদের বিশেষভাবে অনুরোধ করেছি। আমি অসুস্থ থাকা সত্ত্বেও ভাঙনকবলিত মানুষদের খোঁজ নিতে এসেছি।

এ সময় মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত হোসেন লাভলু, সাংগঠনিক সম্পাদক নাসিরুদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলী, তেওতা ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান হারুন, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক শহীদুল ইসলাম, সদস্য সচিব মো. সাইদুর রহমান,  সাংগঠনিক সম্পাদক, মাজেদ মিয়াসহ জেলা, উপজেলা এবং স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কিশোরগঞ্জে বজ্রপাতে নিহত ৩
১১ মে ২০২৫ সন্ধ্যা ০৭:২৯:৪৬