• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩২ সকাল ১১:২০:২৩ (08-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩২ সকাল ১১:২০:২৩ (08-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নড়াইলে গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র প্রশিক্ষণ অনুষ্ঠিত

৭ মে ২০২৫ বিকাল ০৪:৫৪:৩৯

নড়াইলে গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র প্রশিক্ষণ অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি: নড়াইলে ২৮ দিনব্যাপী গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) অ্যাডভান্সড  প্রশিক্ষণ (পুরুষ) কোর্স সম্পন্ন হয়েছে।

প্রশিক্ষণ শেষে ৬মে মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ বিতরণ করা হয়।

গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (ভিডিপি) সময়োপযোগী ও আরো গতিশীল করতে কি কি করণীয় সে বিষয়ের উপর ২৮দিন ব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়। জেলার বিভিন্ন এলাকার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪৪ জন পুরুষ সদস্যকে এ  প্রশিক্ষণ দেয়া হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম  প্রতিরক্ষা বাহিনী নড়াইলের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নড়াইল জেলা কমাড্যান্ট মো. নূরুল আবছার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও সনদ বিতরণ করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট মমতাজ খানম. উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ঈদুল তালুকদার, উপজেলা আনসার ও ভিডিপি  প্রশিক্ষক নারায়ণ চন্দ্র পাল , উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক শুভ মালাকার প্রতিরক্ষা বাহিনীর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ