• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩২ সকাল ১১:৩৫:৩৪ (08-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩২ সকাল ১১:৩৫:৩৪ (08-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মনোহরদীতে প্রাইভেট কার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

৭ মে ২০২৫ বিকাল ০৩:০৯:৩৩

মনোহরদীতে প্রাইভেট কার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. শাহিন (৩৫)  নামে সিএনজি চালকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।

৬ মে মঙ্গলবার সকালে উপজেলার ইটাখলা মঠখলা আঞ্চলিক সড়কের চঙ্গভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. শাহিন (৩৫) মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের নারান্দি গ্রামের মো. কামাল উদ্দিনের ছেলে । তিনি সিএনজির চালক ছিলেন।

আর আহতরা হলেন, শিবপুর উপজেলার আশরাফপুর এলাকার মাইনউদ্দিনের ছেলে কাউছার (৩২), জসিমউদ্দিনের ছেলে বিজয় (২৫) ও মনোহরদীর হাতিরদিয়া এলাকার নিরঞ্জনের ছেলে শান্ত (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়,  সকালে নরসিংদী থেকে একটি প্রাইভেটকার হাতিরদিয়া অভিমুখে যাচ্ছিলো। প্রাইভেটকারটি ইটাখলা মঠখলা আঞ্চলিক সড়কের চঙ্গভাঙ্গা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইটাখলা অভিমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক শাহিনসহ ৪ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত শাহিনকে উদ্ধার করে  শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, সড়ক দুর্ঘটনায় একজন চালক মারা গিয়েছে। আমরা প্রাইভেটকার ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে এসেছি। আর এঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ