মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের মিছিলে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার নয় মাস পর এই মামলা করলেন দেবেন্দ্র কলেজের শিক্ষার্থী ও আন্দোলনের সক্রিয় কর্মী মো. আরমান হোসেন (১৮)।
৬ মে সোমবার দুপুরে মানিকগঞ্জ সদর আমলী আদালতে তিনি এই মামলাটি করেন। আদালত মামলাটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৮ জুলাই ২০২৪, সকাল ১১টার দিকে দেবেন্দ্র কলেজ থেকে চাকরিতে বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের একটি মিছিল বের হয়। মিছিলটি খালপাড় ব্রিজ এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী বেআইনিভাবে রামদা, হকিস্টিক, এসএস পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেয়। মিছিলের গতি রোধ করে ককটেল বিস্ফোরণের মাধ্যমে হামলা শুরু করা হয়।
হামলার সময় বাদী আরমান হোসেন গুরুতরভাবে আহত হন। রামদার কোপে তার পায়ের হাড় ভেঙে যায় এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর কাটা জখম হয়। পরে তাকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে অস্ত্রোপচার করা হয়। মাথা ও চোখের ওপরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়েছে, ঘটনার পর দীর্ঘদিন থানায় মামলা দায়েরের চেষ্টা করা হলেও তা গ্রহণ করা হয়নি। শেষমেশ বাদী আদালতের শরণাপন্ন হন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসেম আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রানা, সাবেক যুগ্ম সম্পাদক আকাশ মাহমুদ, পৌরসভার সাবেক কাউন্সিলর সুভাষ সরকার, জাগির, পুটাইল ও নবগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যানসহ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বেশ কয়েকজন নেতা।
তবে মামলায় আওয়ামী লীগের জেলা পর্যায়ের শীর্ষ কোনো নেতার নাম নেই।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট মো. হায়দার আলী বলেন, ‘এটি একটি পূর্বপরিকল্পিত ও রাজনৈতিকভাবে প্রভাবিত হামলা। থানা মামলা গ্রহণ না করায় আদালতের শরণাপন্ন হতে হয়েছে’।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available