সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে ৬’শ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৭ হাজার টাকাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
৫ মে সোমবার দিবাগত রাত সোয়া ১০ টায় সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর বটতলা বেইলী ব্রিজ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. হাবিবুর রহমান (৩৯) সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকার এন্তাজ মিয়ার ছেলে এবং মো. ইয়াছিন (২৩) গাজীপুর জেলার শ্রীপুর থানার গুচ্ছগ্রাম এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে। সে সিদ্ধিরগঞ্জের আদর্শনগর এলাকার মনিরের বাড়ির ভাড়াটিয়া।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান সঙ্গীয় ফোর্স সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর বটতলা এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর রহমান ও ইয়াছিনকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের দেহ তল্লাশি করে ৬’শ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available