স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী এলাকায় বাড়ি ও আল-হেরা ইন্টারন্যাশনাল হাই স্কুল দখলের চেষ্টা করছে ভূমি দস্যুরা। এ নিয়ে আব্দুল্লাহ্ আল মামুন নামে এক বিএনপি নেতা অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাড়ি ও আল-হেরা ইন্টার ন্যাশনাল হাই স্কুল প্রতিষ্ঠা করে এবং সুখে শান্তিতে বসবাস করছেন আলহাজ আব্দুল্লাহ্ আল মামুন। ইতোমধ্যে কিছু দুষ্কৃতকারী লোক বাড়ি ও স্কুল দখল করার পাঁয়তারা করায় একটি মামলা করেন তিনি। এরপরেও সন্ত্রাসীরা বাড়ি দখল করার উদ্দেশ্যে হুমকি দিচ্ছে।
তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, সিদ্ধিরগঞ্জ থানার সোনামিয়া মার্কেট এলাকার মোহাম্মদ আলী, মো. শরিফ, মো. আল-আমিন, কদমতলী আদমজীনগর এলাকার আব্দুল আজিজ, আব্দুল সালাম, মো. মামুন, ফাতেমা’সহ ১০-১২জন ভূমিদস্যু সন্ত্রাসী প্রকৃতির লোক ৪ এপ্রিল রোববার বেলা ২টার দিকে বাড়ির ওয়াল করা বাউন্ডারি এবং ভিতরের গাছ-পালা কেটে আমাদেরকে মেরে ফেলার হুমকি দেয় এবং বিভিন্ন সময় চাঁদা দাবি করে। অনধিকার ভাবে আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হুমকি ধমকি দিয়ে আসছে। যে কোনো সময় আমাদের ঐখানে স্কুলের ছাত্র-ছাত্রী, ভাড়াটিয়াদের এবং আমাদের বড় ধরনের ক্ষতি করিতে পারে বলে দাবি করেন আলহাজ আব্দুল্লাহ্ আল মামুন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available