• ঢাকা
  • |
  • সোমবার ২২শে বৈশাখ ১৪৩২ রাত ১০:৫৪:৩২ (05-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২২শে বৈশাখ ১৪৩২ রাত ১০:৫৪:৩২ (05-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ধান শুকাতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে বৃদ্ধ নিহত

৫ মে ২০২৫ বিকাল ০৫:৩৯:১১

ধান শুকাতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে বৃদ্ধ নিহত

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ সোমবার বিকেলে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আবু শহিদ (৬২)’র মরদেহ উদ্ধার করেছে।

ঘরের ছাদে ধান শুকাতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে এমনটি দাবী করেন স্বজনরা। ঘটনা ঘটেছে ৫ মে সোমবার সকাল সাড়ে আটটার দিকে ময়মনসিংহ জেলার পাগলা থানার ফুলগাছিয়া গোয়ালবর গ্রামে।

নিহত আবু শহিদ ওই গ্রামের মৃত রব্বেছ আলীর ছেলে।

নিহতের ভাতিজা শাহালম জানান, জেঠার ছেলে মেয়ে নেই। সকাল সাড়ে আটটার সময় পাশের বাড়ির ছাদে বোর ধান শুকাতে যান।

ওই সময় অসাবধানতা বশত ছাদের পাশে থাকা বিদ্যুতের সঞ্চালন লাইনে ভেজা গামছার স্পর্শ লাগে। এতে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে তিনি নিচে পড়ে যান। তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোণষা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুখসানা জানান, সকাল পৌনে দশটার দিকে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মরদেহের দুই হাত ঝলসানো। মাথায় জখম রয়েছে। পরে পুলিশে খবর দেয়া হয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক(এসআই) মো. মুস্তাফিজুর রহমান জহানান, খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের দুই হাত ঝলসানো। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়না তদন্ত করতে মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আবারও রাজধানীর বেইলি রোডে আগুন
৫ মে ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫:১৯


শাহরাস্তিতে চুরির ঘটনায় দুই চোর আটক
৫ মে ২০২৫ সন্ধ্যা ০৭:৩১:০০