• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ রাত ০৯:১৩:২২ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ রাত ০৯:১৩:২২ (01-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেটে ছুরিকাঘাকে যুবক নিহত

১ মে ২০২৫ বিকাল ০৪:০৪:১৪

সিলেটে ছুরিকাঘাকে যুবক নিহত

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেটের গোলাপগঞ্জে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফাহিম আহমদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছে।

১ মে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বুধবার রাত ১০টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম বারকোট গ্রামে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত ফাহিম পশ্চিম বারকোট গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি নগরীর লালদিঘীরপারে একটি ব্যবসায় প্রতিষ্ঠানে চাকুরী করতেন।

জানা যায়, দীর্ঘদিন থেকে বাড়ির পার্শ্ববর্তী ফুফুর পরিবারের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বুধবার রাত ১০টার দিকে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ফাহিম ও ফুফুর পরিবারের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ফাহিম কে ছুরিকাঘাত করে ফুফাতো ভাই। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় সকাল ৮টার দিকে মৃত্যুর কুলে ঢলে পড়েন ।

ফাহিমের ভাই শাহ আলম জানান, ‘ফাহিম প্রতি বৃহস্পতিবার শহর থেকে বাড়িতে আসতো। গতকাল (বুধবার) একদিন আগেই বাড়িতে চলে আসে। তাকে দেখেই ফুফু ও তার ছেলেরা গালাগালি শুরু করে। পরে তর্কাতর্কীর একপর্যায়ে ফুফাতো ভাই তাকে নাইফ (ছুরি) দিয়ে পেঠে আঘাত করে। তখন আমি বাড়িতে ছিলাম না, খবর পেয়ে বাড়ি এসে তাকে হাসপাতালে নিয়ে যাই। আজ সকালে আমার ভাই মারা যায়’। মরদেহ ময়না তদন্ত করে দাফনের জন্য বাড়িতে নিয়ে আসা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের ঘটনায় মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সারাদেশে আরও ১১৩৭ জন গ্রেফতার
১ মে ২০২৫ রাত ০৮:২৮:২০



প্রবাসীদের পক্ষে দাঁড়ালেন হাসনাত
১ মে ২০২৫ সন্ধ্যা ০৭:৪৩:২১

সোমবার দেশে ফিরতে পারেন বেগম জিয়া
১ মে ২০২৫ সন্ধ্যা ০৭:০৬:৪৭