শরীয়তপুর প্রতিনিধি: গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন মরা লাশ, এই মরা লাশ নিয়ে টানাটানি করে কোন লাভ হবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই মরা লাশকে কবর দেওয়া, যাতে এই মরা লাশ দুর্গন্ধ না ছড়ায়।
২৯ এপ্রিল মঙ্গলবার বিকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর চেয়ারম্যান বাজারে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের নেতারা ভারতে পালিয়ে গেছে। আওয়ামী লীগ হচ্ছে ভারতীয় তাবেদার ও এজেন্ডা বাস্তবায়নকারী রাজনৈতিক দল। তারা ভারতে পালিয়ে যাওয়ার মধ্যদিয়ে সেটার প্রমাণ হয়েছে। তাই আওয়ামী দুর্বৃত্তদের বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে হবে। তারা এই গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না।
ভিপি নূর বলেন, এই সরকার সকল রাজনৈতিক দলের সমর্থিত সরকার। এই সরকারের কোনো বিরোধী দল নাই। আমরা কেউ এই সরকার বিরোধী না। রাষ্ট্র সংস্কার বাস্তবায়নে সকলে মিলে আমরা এই সরকারকে সহযোগিতা করছি।
এসময় গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝি, শরীয়তপুর জেলার সাবেক সদস্য সচিব শাহজালাল সাজুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available