• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৯:০০:৫৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৯:০০:৫৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

৭৫ বছর বয়সে ডিগ্রি পাশ করলেন নাটোরের সাদেক আলী

২৯ এপ্রিল ২০২৫ বিকাল ০৪:৩০:০৬

৭৫ বছর বয়সে ডিগ্রি পাশ  করলেন নাটোরের সাদেক আলী

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩নং খাজুরা ইউনিয়নের খাজুরা গ্রামের মৃত. মো. কাশেম আলীর ছেলে সাদেক আলী ৭৫ বছর বয়সে বিএ এবং বিএসএস পরীক্ষা ২০২২ এ  ২.৭৫  সিজিপিএ পেয়ে পাস করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তাঁর  অদম্য ইচ্ছা আর অক্লান্ত পরিশ্রম এ সাফল্য এনে দিয়েছে। তিনি ১৯৭৪ সালে এসএসসি এবং এইচএসসি পাস করেন ১৯৭৬ সালে। আর্থিক অনটন এবং বিভিন্ন সমস্যার কারণে আর লেখাপড়া চালিয়ে যেতে পারেননি। কিন্তু উচ্চ শিক্ষা গ্রহণের স্বপ্ন হতে তিনি দূরে সরে যাননি।

তিনি তাঁর স্বপ্ন বাস্তবায়নের জন্য ২০২০ সালে বাউবি'র দিঘাপতিয়া এম. কে. কলেজ, নাটোর সদর, নাটোরে ভর্তি হন। ২০২২ সালে চূড়ান্ত পরীক্ষায় অবতীর্ণ হয়ে সফল হন। তার এক ছেলে এবং দুই জন মেয়ের গর্বিত পিতা। তিনি পেশায় একজন কৃষক। তাঁর ছোট ছেলে মো. নাসির উদ্দিন, সহকারী অধ্যাপক ইংরেজি এবং বাউবি'র টিউটর। মেয়ে দুইজন কামেল পাশ এবং গৃহিণী।

নাটোর বাউবি'র দিঘাপতিয়া এম. কে. কলেজের শিক্ষক ও তার ছেলে নাসির উদ্দিন  বলেন, ১ জানুয়ারী ২০২৪ তারিখে  এক মোটরসাইকেল দূর্টনায় তার বাম পায়ের দুই হাড় ভেঙে  যায়। প্রায় ২ মাস পঙ্গু হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে ৩য়, ৪র্থ, ৫ম এবং ৬ষ্ঠ সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ক্রেচ/লাঠি হাতে নিয়ে। তাঁর  দৃঢ় বিশ্বাস এবং কঠিন মনোবলের জন্যই তিনি এই অসম্ভব কে সম্ভব করেছেন। তিনি আরও বলেন এখনো তিনি পুরোপুরি সুস্থ হননি।

বাউবি এর বরিশাল আঞ্চলিক পরিচালক, ড. মো. আজিজুল হক বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়( বাউবি) একটি অসাধারণ নাম। কত মানুষের স্বপ্নের ঠিকানা, গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক! দেশ ও মানুষ গড়ার নিভৃত কারিগর! যার প্রমাণ হিসেবে দেখিয়ে দিয়েছেন সাদেক আলী তাঁর মতো অসংখ্য শিক্ষার্থীর শেষ ঠিকানা বাউবি। বাউবি সকল পেশাজীবী এবং যে কোনো বয়সী মানুষকে শিক্ষার সুযোগ করে দিয়েছে। অনেকে তাঁর পথ খুঁজে পেয়েছেন, সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ