• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:৪৭:৩৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:৪৭:৩৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের টিএসআই নিহত

২৮ মার্চ ২০২৫ সকাল ০৯:১০:১২

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের টিএসআই নিহত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল করিম নামে ট্রাফিক পুলিশের এক টিএসআই নিহত হয়েছেন।

২৭ মার্চ বৃহস্পতিবার বিকেল ৬টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোল থানাধীন ১১মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, টিএসআই আব্দুল করিম আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একটি টিমসহ বীরগঞ্জে ট্রাফিক ডিউটিতে যান। ডিউটি শেষে তিনি মোটরসাইকেলযোগে অন্যান্য সহকর্মীদের সাথে দিনাজপুরে ফিরছিলেন। আনুমানিক ৬ ঘটিকায় ১১মাইল নামক স্থানে পৌঁছালে দিনাজপুর হতে পঞ্চগড়গামী শামীম পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় তিনি মহাসড়কের উপরে পড়ে গুরুতর জখমপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত হন। 

দুর্ঘটনার সংবাদ পেয়ে কাহারোল ও দশমাইল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

ঘাতক বাসটিকে স্থানীয় জনগণ ও বীরগঞ্জ থানা পুলিশ আটক করেছে। গাড়ির ড্রাইভার ও হেলপার পলাতক আছে।

এদিকে টিএসআই আব্দুল করিমের মৃত্যুতে দিনাজপুর জেলা পুলিশের সকল সদস্য গভীরভাবে শোকাহত। দিনাজপুর জেলা পুলিশের পক্ষ হতে তার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাইকোর্টে চিন্ময় দাসের জামিন
৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৫৫:২৫