• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:৩৬:০৫ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:৩৬:০৫ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার হলো না শিশু তাহসিনের

১৭ মে ২০২৩ বিকাল ০৫:৩৫:৫৫

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার হলো না শিশু তাহসিনের

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে ঝালকাঠির নলছিটিতে মো. তাহসিন খলিফা (৯) নামে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৭ মে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সরমহল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. তাহসিন খলিফা ওই এলাকার দিনমজুর শাহ আলী খলিফার ছেলে। সে স্থানীয় সরমহল ছায়েদিয়া এমদাদুল তামিল ইসলামিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

তাহসিন খলিফার ফুফা সরোয়ার হোসেন টিপু জানান, তাহসিন মাদরাসা থেকে পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরছিল। এসময় পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার ছিঁড়ে তাহসিনের শরীরের ওপর পড়ে। এতে তার বুকের এক পাশ পুড়ে যায়। আমরা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর অভিযোগ, ওই এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইনে একাধিক জোড়াতালি আছে। আজকে সেই জোড়া দেয়া তার খুলেই মাদরাসা ছাত্রের গায়ে পড়েছিল। এতেই একটি প্রাণ অকালে ঝড়ে গেলো। পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের অবহেলায় বিষয়টি তদন্ত করে দোষীদের বিচারের বিচার দাবি করেন তারা।

ঝালকাঠি পল্লী বিদ্যুতের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. কেফায়েত উল্লাহ জানান, বিষয়টি খুবই দুঃখজনক। আপাতত সেখানের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আর এ ঘটনায় যদি আমাদের কোনো কর্মকর্তার অবহেলা থাকে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ