• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১২:১২:২৯ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১২:১২:২৯ (01-May-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

লক্ষ্মীপুরে ডোবায় মিলল ব্যবসায়ীর মরদেহ

৪ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:০০:০৬

লক্ষ্মীপুরে ডোবায় মিলল ব্যবসায়ীর মরদেহ

লক্ষ্মীপুর (উত্তর) প্রতিনিধি: লক্ষ্মীপুরে নিখোঁজের চারদিন পর ধান খেত থেকে মো. পারভেজ হোসেন নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

৩ ফেব্রুয়ারি সোমবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একটি ধান খেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পারভেজের বাড়ি একই উপজেলার শাকচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে।

পুলিশ ও স্বজনরা জানায়, ৩১ জানুয়ারি রাতে সদর উপজেলার শাকচর জব্বার মাষ্টার হাটে ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে পারভেজ তাঁর মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে বের হন। পরে বাড়ির সামনে মোটরসাইকেলটি পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনায় পরদিন তার ভাই মো. ফয়েজ আহমেদ বাদী হয়ে সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

৩ ফেব্রুয়ারি সোমবার রাতে পারভেজের বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে ধান খেতে মরদেহ দেখেতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। রাত সাড়ে ১০টার দিকে ধানখেত থেকে মুখবাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় মরদেহ।

এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে জানান নিহতের স্বজনেরা। জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবি তাদের।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ‘নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ব্যবসায়িক বা পারিবারিক ও জমি সংক্রান্ত কোনো বিরোধে এই ঘটনাটি ঘটিয়েছে কি না, সেটা মাথা নিয়ে কাজ করছি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১