• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ ভোর ০৫:৩১:০৮ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ ভোর ০৫:৩১:০৮ (01-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফতুল্লায় কয়লাবাহী জাহাজে ডাকাতি করে পালানোর সময় ডাকাত আটক

৩১ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৬:২৪

ফতুল্লায় কয়লাবাহী জাহাজে ডাকাতি করে পালানোর সময় ডাকাত আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় কয়লাবাহী জাহাজে ডাকাতি করে পালানোর সময় আ. মান্নান মুন্সি নামে এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে শ্রমিকরা। ৩১ ডিসেম্বর মঙ্গলবার গভীর রাতে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে নোঙ্গর করা অবস্থায় এমভি সিক্স সিস্টার-২ জাহাজে এ ঘটনা ঘটে।

আটক আ. মান্নান মুন্সি (৩০) পটুয়াখালী জেলার বাউফল থানার ধরাবান্দা গ্রামের রশিদ মুন্সির ছেলে।

এমভি সিক্স সিস্টার-২ জাহাজের ম্যানেজার জাহিদুল ইসলাম জানান, ২৩ ডিসেম্বর চিটাগাং হতে কয়লা ভর্তি করে নারায়ণগঞ্জের ফতুল্লার উদ্দেশ্যে এমভি সিক্স সিস্টার-২ জাহাজ রওনা দেয়। জাহাজে ছিলেন চালক রবিউল, মাস্টার মাসুদ রানা, স্টাফ দেলোয়ার হোসেন, বায়েজিদ, সাব্বির মোল্লা, সাজ্জাদ হোসেন, রোমান, মিলন মোল্লা ও শফিকুল ইসলাম।

৩০ ডিসেম্বর সোমবার সকাল ৯টায় ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে জাহাজ আসলে এখানেই কয়লা আনলোড করার জন্য নোঙ্গর করা হয়। ৩০ ডিসেম্বর সোমবার ‍দিবাগত গভীর রাতে ইঞ্জিন চালিত ট্রলারযোগে ৫/৬ জন অস্ত্রধারী ডাকাত জাহাজে হামলা চালায়। এসময় তারা জাহাজে অবস্থানরত সকলের কাছ থেকে নগদ টাকা মোবাইলসহ একলাখ সাত হাজার টাকার মালামাল নিয়ে যাওয়ার সময় কয়েকজন স্টাফকে কুপিয়ে জখম করে। তখন ডাক চিৎকারে আশপাশের জাহাজের শ্রমিকরা ধাওয়া করলে ডাকাত মান্নান মুন্সি আটক হয় অন্যরা পালিয়ে যায়।

ফতুল্লা বক্তাবলী নৌ ফাঁড়ি ইনচার্জ রকিবুজ্জামান জানান, পলাতক ডাকাতদের আটকের চেষ্টা চলছে। এঘটনায় ফতুল্লা থানায় মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১