র্যাব সেজে ডাকাতির পরিকল্পনা, আটক ৬
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: রাজধানীতে র্যাব পরিচয় ব্যবহার করে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ছয়জনকে আটক করেছে র্যাব-১০।তাদের কাছ থেকে র্যাবের লোগোযুক্ত জ্যাকেট, একটি হ্যান্ডকাফ এবং একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।৯ ডিসেম্বর মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।তিনি জানান, পল্টন এলাকায় বিশেষ অভিযানে এই চক্রকে ধরা হয়েছে, যারা নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে বড় ধরনের ডাকাতির পরিকল্পনা করছিল।