• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই শ্রাবণ ১৪৩২ দুপুর ০১:১৮:৪৮ (01-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই শ্রাবণ ১৪৩২ দুপুর ০১:১৮:৪৮ (01-Aug-2025)
  • - ৩৩° সে:

লোহাগাড়ায় যৌথ বাহিনীর অভিযানে ৩ অস্ত্রসহ ডাকাত আটক

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সন্ত্রাসী তৌহিদ গ্রুপের নুরুল আমিন (৩০) নামের এক সক্রিয় সদস্যকে ৩টি একনলা বন্দুকসহ আটক করা হয়েছে।২৮ জুলাই সোমবার ভোর ৫টার সময় লোহাগাড়া উপজেলাধীন বড়হাতিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চাকফিরানী আশ্রয়ন প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নুরুল আমিন (৩০) উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড চাকফিরানি এলাকার খলিলুর রহমানের পুত্র এবং সশস্ত্র ডাকাত বাহিনী তৌহিদ গ্রুপের সক্রিয় সদস্য।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লোহাগাড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার কবির রুপকের নেতৃত্বে নুরুল আমিনকে আটক করে। পরবর্তীতে আটক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে পরিত্যাক্ত টিনের ঘর তল্লাশি করে ৩টি একনলা বন্দুক, ৮ রাউন্ড কার্তুজ, ৪টি রামদা উদ্ধার করা হয়।লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, আইনগত প্রক্রিয়া শেষে আটক আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।