• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৮:৩২:১৩ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৮:৩২:১৩ (10-May-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৬ কৃষক নিহত

২৩ এপ্রিল ২০২৩ বিকাল ০৩:০৬:০১

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর, দোয়ারাবাজার ও ছাতক উপজেলায় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৬ কৃষক নিহত হয়েছেন। ২৩ এপ্রিল রোববার এ ঘটনা ঘটে।

সুনামগঞ্জের তাহিরপুরে গোলঘাট হাওড়ে ধানকাটার সময় বজ্রপাতে রমজান আলী (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও এক যুবক।

নিহত রমজান উপজেলার কুকুরকান্দি গ্রামের হাতেম আলীর ছেলে। আহত যুবকের নাম মুকুট মিয়া।

বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, রোববার দুপুরে কুকুর-কান্দি গ্রামের পাশের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে রমজান আলী নামের এক কিশোর মারা গেছেন।

এদিকে দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর এলাকার চৌদ্দকুড়ি হাওর ও কালাদেউরা হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ২ কৃষক নিহত হয়েছেন।

নিহতরা হলেন- দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রনভুমি গ্রামে কৃষক মিলন মিয়া ও তারা মিয়া।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ২ জন নিহত হয়েছেন।

অপরদিকে ছাতকে রোববার দুপুরে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৩ কৃষক নিহত হন। তারা হলেন- দেবের গাঁও গ্রামের কৃষক মহিম মিয়া, বড়কাপন এলাকার কৃষক আরশ আলী ও চরমহল্লা গ্রামের কৃষক আব্দুস সামাদ।

খবরটি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাইনুল জাকির।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ
১০ মে ২০২৪ সকাল ০৮:১৪:১০








কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:৪১