• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে কার্তিক ১৪৩১ সকাল ১১:৪০:১৯ (08-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে কার্তিক ১৪৩১ সকাল ১১:৪০:১৯ (08-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেরানীগঞ্জে আধিপত্য নিয়ে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ, আহত ৮

৩০ অক্টোবর ২০২৪ রাত ০৮:৪৭:২৫

কেরানীগঞ্জে আধিপত্য নিয়ে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ, আহত ৮

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে আটজন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ সময় কয়েক রাউন্ড গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

৩০ অক্টোবর বুধবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর বাঘৈর এলাকায় পাভেল মোল্লা গ্রুপ ও আশফাক আহমদ মানিক গ্রুপের মধ্যে এই ঘটনা ঘটে।

পাভেল মোল্লা ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও মানিক দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ সভাপতি।

আহতরা হলো, নিরব (২২), মিরাজ (২৬),মনির মোল্লা (৩৫) আবির মোল্লা (২৩), সৈকত (৩০), ডি কে বাপ্পি(৩০), সিয়াম (২৬) ও তানভীর (২৪)।

জানা গেছে, সাউথ টাউন আবাসিক এলাকার ভেতর বালু ভরাট ও নির্মাণসামগ্রী সরবরাহ নিয়ে বিপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে অন্তঃকোন্দল চলছিল। বুধবার দুপুর ১২ টার দিকে সাউথ টাউন এলাকার ভেতরে পাভেল মোল্লা গ্রুপ প্রবেশ করলে মানিক গ্রুপ তাদেরকে মারধর করে। পরবর্তীতে পাভেল গ্রুপ সংঘবদ্ধ হয়ে বাঘৈর গ্রামে গেলে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ