• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:৫৫:৫৬ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:৫৫:৫৬ (11-May-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

রামুতে বিজিবি-চোরাকারবারি সংঘর্ষে নিহত ১, আহত ৪

৯ এপ্রিল ২০২৩ দুপুর ০১:০৮:৪১

রামুতে বিজিবি-চোরাকারবারি সংঘর্ষে নিহত ১, আহত ৪

রামু (কক্সবাজার) ও বান্দরবান প্রতিনিধি: কক্সবাজারের রামুতে নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবি সদস্য ও গরু চোরাকারবারির মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বিজিবি সদস্যদের গুলিতে আব্দুল জব্বার নামে রড সিমেন্ট দোকানের এক শ্রমিক নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

৮ এপ্রিল শনিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব পাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় চোরাকারবারীদের হামলায় ৪ বিজিবির সদস্যও গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  নাইক্ষ্যছড়ি ১১ বিজিবি টহল দলের সদস্যরা সীমান্তের চোরাই গরু জব্দ করে নাইক্ষ্যংছড়ির দিকে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে কাউয়ারখোপ নামক স্থানে পোঁছলে পূর্ব থেকে উৎপেতে থাকা সংঘবদ্ধ চোরাকারবারি ও স্থানীয় সহযোগীসহ  দুই থেকে তিনশত লোক গরুগুলো চিনিয়ে নেয়ায় চেষ্টায় দেশীয় অস্ত্র, লাঠিশোঠা ও ইট পাটকেলসহ বিজিবি টহল দলের উপর অতর্কিত হামলা চালায়। এসময় আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি চালায়। এতে একজন চোরাকারবারি গুলিবিদ্ধ হয়। হামলায় বিজিবির চার সদস্য গুরতর আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনাস্থল থেকে ১টি দেশীয় একনলা বন্দুক, ১টি কিরিচ ও একটি দা উদ্বার করে বিজিবি। এ বিষয়ে মামলা দায়েরসহ অন্যান্য আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ