• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে আশ্বিন ১৪৩১ ভোর ০৫:৩৯:১২ (15-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে আশ্বিন ১৪৩১ ভোর ০৫:৩৯:১২ (15-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

থানার ওসির সঙ্গে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

১৭ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৩:২৪:২৬

থানার ওসির সঙ্গে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান বলেছেন, কোনো মানুষের প্রতি ব্যক্তিগতভাবে আমার কোনো বিদ্বেষ নেই। কোনো দল, গোষ্ঠীর প্রতিও আমার কোনো বিদ্বেষ নেই। নির্দিষ্ট কোনো ব্যক্তি বা দলের প্রতি বেশি অনুগতও নই। পুলিশ সবার। ওসির কক্ষে আসতে হলে কারো মাধ্যম হয়ে আসতে হবে না। পুলিশিং কার্যক্রমে মানুষের সেবার দিক বিবেচনা করা হবে।

১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে থানা মিলনায়তনে পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ওসি আরো বলেন, ৫ আগস্ট বা তারপর কিছু মানুষ সংক্ষুব্ধ হয়ে বা অতি উৎসাহী বা আবেগে বিভিন্ন ঘটনা করেছে, এসব ঘটনা যারা করেছে সেটা আইন প্রয়োগ করে কঠোরভাবে ব্যবস্থা নেয়া হবে। পট পরিবর্তনের পর বিভিন্ন ব্যক্তি সংক্ষুব্ধ হয়ে বা অন্য সময় নিপীড়িত ছিল, নির্যাতিত ছিল। তিনি পরে এসে মামলা করেছেন। মামলা যে কেউ করতে পারেন, মামলা করার অধিকার সবার আছে। মামলায় যদি ওই আসামি ওই কাজে সম্পৃক্ত না থাকে, তদন্তে প্রমাণ না পেলে আইনের ভাষায় যা করতে হয় আমরা তাই করবো।

এই সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, মোহাম্মদ ইলিয়াছ, আকাশ আহমেদ, সহসভাপতি আব্বাস হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন চাকমা, অর্থ ও দপ্তর সম্পাদক জগলুল হুদা, নির্বাহী সদস্য পান্থনিবাস বড়ুয়া, নুরুল আবছার চৌধুরী, সদস্য আরিফুল হাসনাত, মোয়াজ্জেম হোসেন কায়ছার ও ইসমাইল হোসেন নয়ন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন
১৪ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৮:২৩