• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে আশ্বিন ১৪৩১ সকাল ০৬:৩৪:০৬ (15-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে আশ্বিন ১৪৩১ সকাল ০৬:৩৪:০৬ (15-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নকলায় মাদরাসার সুপারের পদত্যাগের দাবিতে মানববন্ধন, পণ্ড করে দিল শিক্ষক-শিক্ষার্থীরা

১৫ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৫:৪২

নকলায় মাদরাসার সুপারের পদত্যাগের দাবিতে মানববন্ধন, পণ্ড করে দিল শিক্ষক-শিক্ষার্থীরা

নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলায় উরফা গোরস্তান দাখিল মাদরাসার সুপার সেকান্দর আলীর পদত্যাগের দাবিতে মানববন্ধন চলাকালে ব্যানার কেড়ে নেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে উরফা গোরস্তান দাখিল মাদরাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নকলায় উরফা গোরস্থান দাখিল মাদরাসার সুপার সেকান্দর আলীর পদত্যাগের দাবিতে মানববন্ধনের আয়োজন করে উরফা ইউনিয়নের ছাত্র-জনতা ও ইউপি ছাত্রদলের নেতাকর্মীরা। পরে মাদরাসার সাথে এলজিইডির পাঁকা রাস্তায় মানববন্ধন করা অবস্থায় মাদরাসার সুপারের স্ত্রী ওই মাদরাসার শিক্ষক নাসিমা আক্তার জোর পূর্বক ব্যানার কেড়ে নিয়ে মাদরাসায় চলে আসে। পরে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয়রা ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু করে। এরপর দুপক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টাধাওয়া শুরু হয়। সংবাদ পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

উরফা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন বলেন, উরফা গোরস্থান দাখিল মাদরাসার সুপার সেকান্দর আলীর বিরুদ্ধে অনেক অনিয়মের অভিযোগ উঠে। তাই ইউনিয়নের ছাত্র-জনতাসহ সর্বস্তরের লোকজনদের নিয়ে আমরা একটি মানববন্ধনের আয়োজন করি। মানববন্ধন করার অধিকারতো সবারই অধিকার আছে। অত্যন্ত শান্তিপূর্ণভাবে মানববন্ধন চলাকালীন ওই মাদরাসার সুপারের স্ত্রী নাসিমা আক্তার নামের একজন শিক্ষিকা আমাদের হাত থেকে ব্যানার কেড়ে নেয়। আমরা ব্যানার ফেরত চাইতে গেলে ওই মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে আমাদের ধাওয়া করে এবং আক্রমণ করে।

উরফা গোরস্তান দাখিল মাদরাসার সুপার সেকান্দর আলীর স্ত্রী শিক্ষিকা নাসিমা আক্তার বলেন, আজকের মানববন্ধনে তারা (মানববন্ধনকারীরা) যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ফেসবুকের একটি শেয়ার ও কমেন্ট নিয়ে পূর্বের একটি দ্বন্দ্ব ছিল। সেটা সেনাবাহিনী পুলিশের মাধ্যমে বিষয়টি সমাধান করে দেয়। কিন্তু আজ সেই ইস্যু নিয়ে তারা মানববন্ধন করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন
১৪ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৮:২৩