• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:১৩:৩৯ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:১৩:৩৯ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

চা শ্রমিকদের বকেয়া মজুরির দাবিতে প্রতিবাদ

৭ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০২:৫৬:৫৬

চা শ্রমিকদের বকেয়া মজুরির দাবিতে প্রতিবাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের এনটিসির মালিকানাধীন সকল চা বাগানে পৃথকভাবে বকেয়া মজুরি পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন বাগান শৃমিকরা।

৭ সেপ্টেম্বর শনিবার সকালে এনটিসির বাগানগুলোতে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পৃথক ভাবে প্রেমনগর চা বাগান, মদনমোহনপুর, চাম্পারায়, বাঘাছড়া, পদ্মছড়া চা বাগানে চা শ্রমিকরা ১ ঘণ্টা কর্মবিরতি পালন করে।

চা শ্রমিকেরা জানান, ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) মালিকানাধীন চা বাগানগুলোতে চা শ্রমিকরা ২০ দিন কাজ করেও তাদের সাপ্তাহিক হাজিরা (মজুরি বা তলব) বন্ধ রয়েছে। ফলে শ্রমিকরা আর্থিক অনটনে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। বকেয়া মজুরি ও প্রভিডেন্ট ফান্ডের টাকা, রেশন ও চিকিৎসা সেবা প্রদানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন চা শ্রমিকরা।

প্রেমনগর চা বাগানে মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় পঞ্চায়েত উপদেষ্টা রজ নায়েক তার বক্তব্যে বলেন, চা বাগানের শ্রমিকরা ২১ দিন ধরে মজুরি পাচ্ছেন না। শুধু মজুরি নয় তাদের রেশন ও চিকিৎসা সেবাও বন্ধ রয়েছে। এছাড়াও ১৫ মাস ধরে প্রফিডেন্ট ফ্রান্সের টাকা দিচ্ছে না। কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবকিছু লুটেপুটে খেয়েছে। কত কষ্ট করে প্রতিদিন শ্রমিকরা কাজ করে যাচ্ছে, কিন্তু মজুরি বন্ধ করে রাখা হয়েছে। এতে করে তারা মানবেতর জীবন-যাপন করছে। অনেক দোকানিরা বাকি দিতে চাইছে না।

প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ থেকে আগামী সোমবারের মধ্যে বকেয়া মজুরি প্রদান না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন চা শ্রমিকরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রমনার বটমূলে বোমা হামলার মামলার রায় ৮ মে
৩০ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩১:৩৯