• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে ভাদ্র ১৪৩১ ভোর ০৫:৪৬:৪১ (15-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৩০শে ভাদ্র ১৪৩১ ভোর ০৫:৪৬:৪১ (15-Sep-2024)
  • - ৩৩° সে:

৩০ বছর শিক্ষকতা করেও কোনো বেতন পাননি যে মাদরাসার ১৫ শিক্ষক

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: এক দুই নয়, দীর্ঘ ৩০ বছর থেকে বিনা বেতনে শিক্ষকতা করে অশ্রুশিক্ত নয়নে বিদায়ের প্রহর গুণছেন রংপুরের পীরগাছা জমানবিশ বালিকা মাদরাসার সুপার এবি এম মনিরুল ইসলামসহ প্রতিষ্ঠানের ১৫ জন শিক্ষক।উপজেলা সদর ইউনিয়নের প্রাণকেন্দ্রে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শিক্ষার্থীদের পদচারণা ও ফলাফলের মান ধরে রেখে শিক্ষক ও শিক্ষার্থীরা নিজ খরচে পরিচালনা করে আড়াচ্ছেন দিনকাল। বিভিন্ন সরকার আমলে সব শর্ত পূরণ করেও এমপিওর আবেদন আজ অবধি আলোর মুখ দেখেনি প্রত্যাশা।অদৃশ্য কারণে সবকিছু ঠিক থাকার পরও বৈষম্যের শিকার হয়েছে প্রতিষ্ঠানটি । সুপার নিজ খরচে বিনা বেতনে অন্য শিক্ষকদের নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে প্রতি বছর শিক্ষার মান ধরে রাখলেও শেষ সময় এসে ক্লান্ত পথিকের ন্যায় হাল ছাড়া অবস্থায় বর্তমানে জরাজীর্ণ অবস্থায় পরিত্যক্ত ভবনগুলো যেন মাদক সেবিদের অস্থানা হয়েছে।নিজ হাতে গড়া স্বপ্নের প্রতিষ্ঠানটি চোখের সামনে এমন অবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারেনি সুপার মনিরুল ইসলাম । ৩০ বছর থেকে গড়ে তোলা প্রতিষ্ঠানে জীবনের শেষ সময় যেন এমপিও হয়ে শিক্ষকরা আবারো শিক্ষার আলো ছড়াতে পারে এই আসা নতুন করে দেখতে শুরু করেছেন ৫ আগস্ট সরকার পতনের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকার গঠনের পর থেকেই।নতুন এই সরকারের কাছে স্থানীয় এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তি, সুধী সমাজ ও শিক্ষক, শিক্ষার্থীদের আসা এই সরকার নতুন করে বিদ্যালয়টিতে শিক্ষা ব্যবস্থা সৃষ্টি করতে কাজ করবে । সেই সঙ্গে সকল শিক্ষক যেন জীবনের শেষ বেলায় সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এমনটাই প্রত্যাশা করছেন সকলে।