• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ১১:২৭:১২ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ১১:২৭:১২ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

রায়পুরায় কলেজ প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

২০ আগস্ট ২০২৪ সকাল ১১:০৭:১১

রায়পুরায় কলেজ প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় সরকারি আদিয়াবাদ ইসলামিয়া স্কুল ও কলেজের প্রিন্সিপাল নূর সাখাওয়াত হোসেন মিয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট সোমবার সকালে ক্লাশ ছেড়ে মাঠে বিক্ষোভে ছড়িয়ে পড়ে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রিন্সিপাল নুর সাখাওয়াত হোসেন মিয়া বিদ্যালয় ও কলেজ শাখার অনিয়ম বরে প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন। প্রতিষ্ঠানের নামে ভুয়া ভাউচার দিয়ে কিনে বিভিন্ন মালামাল নিজে ব্যবহার করেছেন। এ ছাড়াও প্রিন্সিপ্যালের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, শিক্ষকদের আতঙ্কে রাখাসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে বলে শিক্ষার্থীরা জানান। এসব কারণে গত সপ্তাহ থেকে শিক্ষার্থীরা একদফা প্রিন্সিপালের পদ ত্যাগ দাবি করে আসছে।  

এদিকে শিক্ষার্থীদের এ দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন কলেজ শাখার প্রিন্সিপাল মো. তালেব হোসেন এবং স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক মো. মাহতাব হোসেন। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তদন্তে করে দোষী ব্যক্তির শাস্তি হউক তারাও চান।

এ ব্যাপারে মোবাইল ফোনে কথা হয় প্রিন্সিপাল নূর সাখাওয়াত হোসেন মিয়ার সাথে। তিনি জানান, উদ্ধুত পরিস্থিতিতে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বলে ছুটিতে আছি। অভিযোগগুলো নতুন। আগে শুনি নাই। অফিস আদেশে তদন্ত করে যা সিদ্ধান্ত হবে তাই মেনে নেবো।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সালামগীর  বলেন, ওই প্রতিষ্ঠানের শিক্ষকরা আমার কাছে আসছিলো। পরে বলে দিয়েছি ইউএনও স্যারের সাথে বিষয়টি নিয়ে কথা বলার জন্য।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসান বলেন, প্রিন্সিপালের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগের বিষয়টি প্রিন্সিপাল আমাকে জানিয়েছেন। যেহেতু সরকারি আদিয়াবাদ ইসলামিয়া একটি সরকারি প্রতিষ্ঠান। প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




অনলাইন জুয়াকে লাল কার্ড প্রদর্শন
৩০ এপ্রিল ২০২৫ সকাল ১০:১৬:৫৪

গাছ সতেজ রাখতে এড়িয়ে চলুন সাত ভুল
৩০ এপ্রিল ২০২৫ সকাল ১০:১০:১৭


আওয়ামী লীগ এখন মরা লাশ: ভিপি নুর
৩০ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৩৫:৫৫