• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০১:৩৭:৫৩ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০১:৩৭:৫৩ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

চট্টগ্রামে ট্রাক মালিক গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত

২৮ জুলাই ২০২৪ রাত ০৮:৫২:০৩

চট্টগ্রামে ট্রাক মালিক গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম জেলা ট্রাক, কাভার্ডভ্যান অ্যান্ড মিনি ট্রাক মালিক গ্রুপের উদ্যোগে দেশের চলমান পরিস্থিতিতে পণ্য পরিবহন ব্যবস্থা নিরবিচ্ছিন্নভাবে পরিচালনার ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে সংগঠনের নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেছেন।  

২৮ জুলাই রোববার দুপুরে নগরীর মুরাদপুরে একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. এনামুল হক, মো. জাকের হোসাইন, হাসান মাসুদ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি আবু বক্কর ছিদ্দিক, বায়েজিদ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল নবী লেদু, আনোয়ারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম.এ. মান্নান, খাগড়াছড়ি জেলা চালক সমবায় সমিতির সভাপতি বাবু মনতোষ ধর, রাঙ্গামাটি জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সেকান্দর হোসেন চৌধুরী, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব আলহাজ্ব ইউনুছ কোম্পানি, অলি আহমেদসহ অনেকে।

অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আবদুল মান্নান।

সভায় বক্তারা নবনির্বাচিত কার্যকরী কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে সংগঠনের কর্মকাণ্ডকে আরো জোরদার করে দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির ক্ষেত্রে অবদান রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রমনার বটমূলে বোমা হামলার মামলার রায় ৮ মে
৩০ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩১:৩৯