• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আশ্বিন ১৪৩১ রাত ০৯:৪৩:২৪ (05-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২০শে আশ্বিন ১৪৩১ রাত ০৯:৪৩:২৪ (05-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাসাইলে নানা আয়োজনে জাতীয় দিবস উদযাপন

২৬ মার্চ ২০২৩ দুপুর ১২:২৮:২৩

বাসাইলে নানা আয়োজনে জাতীয় দিবস উদযাপন

মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : সারা দেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইলে যথাযোগ্য মর্যাদায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। রোববার সকালে এ উপলক্ষ্যে বাসাইল উপজেলা প্রশাসনের পক্ষ হতে নানা কর্মসূচি পালন করা হয়।

ভোরে বাসাইল থানা পুলিশের পক্ষ হতে ৩১বার তপোধ্বনির মধ্যদিয়ে দিনের কর্মসূচির শুভসূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন ও স্থাপনা সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৫.৫৭ মিনিটে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য হাসপাতাল গেইট সংলগ্ন স্মৃতিসৌধ এবং নথ খোলা স্মৃতিসৌধে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় শহীদদের কবর জিয়ারত করা হয়।

সকাল সাড়ে আটটায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর গফুর বীর প্রতীক, বাসাইল থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান।

পরে বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. জোয়াহেরুল  ইসলাম।

এসময় আরও  উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, বাসাইল থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মতিয়ার রহমান গাউস, ভাইস-চেয়ারম্যান শাহাদত হোসেন,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা রাজিক, মহিলা ভাইস-চেয়ারম্যান মলি আক্তার প্রমূখ।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি বিভিন্ন দপ্তর প্রধানগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিক, সূধীজন উপস্থিত ছিলেন।

জাতির  শান্তি ও অগ্রগতি কামনায় ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বড়লেখায় ২ দিন ধরে কিশোর নিখোঁজ
৫ অক্টোবর ২০২৪ রাত ০৮:১২:০৩