• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আশ্বিন ১৪৩১ সকাল ০৯:০৬:০৮ (12-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আশ্বিন ১৪৩১ সকাল ০৯:০৬:০৮ (12-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কোটা সংস্কারের দাবিতে সৈয়দপুরে সড়ক অবরোধ

১৭ জুলাই ২০২৪ সকাল ১০:২২:৫০

কোটা সংস্কারের দাবিতে সৈয়দপুরে সড়ক অবরোধ

নীলফামারী প্রতিনিধি: চলমান কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগে সরকারি পরিপত্র বহাল রাখার দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে নীলফামারীর সৈয়দপুরে অবস্থান করে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

১৬ জুলাই মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এবং সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করেন তারা। এদিন শিক্ষার্থীরা সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ সংলগ্ন শহিদ স্মৃতি চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের শহিদ ডা. জিকরুল হক সড়কে স্মৃতি অম্লান চত্বরে এসে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জামে মসজিদ থেকে জিআরপি পুলিশ সুপার কার্যালয় পর্যন্ত রাস্তা অবরোধ করে ২ ঘণ্টা ধরে অবস্থান ও বিক্ষোভ প্রদর্শন করা হয়। পরিস্থিতি সামাল দিতে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাসেল পারভেজ আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে সড়ক থেকে অবরোধ তুলে নেয়ার আহ্বান জানান।

কিন্তু আন্দোলনকারীরা তাকে ধন্যবাদ জানিয়ে ভুয়া ভুয়া শ্লোগানে অনুরোধ প্রত্যাখ্যান করেন। এদিন বৈষম্য বিরোধী নানা ফেস্টুন ও ব্যানার নিয়ে উল্লিখিত স্থানে অবস্থান করে শিক্ষার্থীরা। চলমান আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে, সুযোগের সমতা নিশ্চিতের দাবি জানান তারা।

এসময় বক্তব্য রাখেন- রাফায়েতুজ্জাহান, আদিব, মনিন সরকার রাপী, তাওহিদ, বীর মুক্তিযোদ্ধার সন্তান আব্দুর রহমান, কাওমিন, তৌহিদ আল রাজী, রাশেদুজ্জামান, রিফাত সান, রাজু ইসলাম, সিয়াম প্রমুখ।

বক্তারা বলেন, সরকারি সকল চাকরিতে সব ধরনের কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান করতে হবে। কোটা বাতিল না হলে দেশ মেধাশূন্য হয়ে পড়বে। কোটা বাতিলের দাবি দেশব্যাপী চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে এতে এখন পর্যন্ত যে সকল ব্যক্তি নিহত ও আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান শিক্ষার্থীরা।

বিশেষ করে সাম্প্রতিক আন্দোলনে নিহত আনোয়ার হোসেনের মৃত্যুর বিচার দাবি করে এবং ছাত্রলীগ ও পুলিশের হামলার উচিত জবাব দেয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ