• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৯:৩৯:৩৯ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৯:৩৯:৩৯ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

পাইকগাছায় পৃথক স্থান থেকে ২ ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১ জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:৩৯:০১

পাইকগাছায় পৃথক স্থান থেকে ২ ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় পৃথক স্থান থেকে সাকিব সরদার (২১) ও মালতি সানা (৬০) নামে দুইজনের গলায় রশি পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৯ জুলাই বুধবার রাতে ও বৃহস্পতিবার দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মালতিকে বুধবার রাত সাড়ে ১১ টায় বাড়ির পাশে কেওড়া গাছে ও সাকিবকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় নিজ বাড়ির আড়ার সাথে ঝুলে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।

জানা গেছে, উপজেলার কপিলমুনি ইউনিয়নের বিরাশি গ্রামের জাফর গাজীর ছেলে সাকিব সরদার বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে নিজ বাড়িতে গলায় রশি পেঁচিয়ে আত্নহত্যা করে। কি কারণে আত্নহত্যা করেছে এখনো জানা যায়নি।

অপর দিকে উপজেলার লস্কর ইউনিয়নে লস্কর গ্রামের বাইনতলা গেট সংলগ্ন গোস্ট বিহারীর স্ত্রী মালতি সানা (৬০) গলায় রশি পেঁচিয়ে আত্নহত্যা করে। এলাকাবাসী বলছে, ছেলে মিলনের সাথে মনোমালিন্য হওয়ায় অভিমান করে সে আত্নহত্যা করে।

এ বিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, মরদেহে দুটি সুরতহাল রির্পোট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগ এখন মরা লাশ: ভিপি নুর
৩০ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৩৫:৫৫