• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আশ্বিন ১৪৩১ সকাল ০৮:৫৪:৪৭ (12-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আশ্বিন ১৪৩১ সকাল ০৮:৫৪:৪৭ (12-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুরে সাড়ে ৩ কেজি ওজনের বিষ্ণুমূর্তিসহ যুবক আটক

২০ মে ২০২৪ সকাল ১০:৪৩:০৬

সৈয়দপুরে সাড়ে ৩ কেজি ওজনের বিষ্ণুমূর্তিসহ যুবক আটক

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৩ কেজি ওজনের বিষ্ণুমূর্তিসহ মো. শফিকুল ইসলাম (৪২) নামে একজনকে আটক করেছে র‌্যাব-১৩।

আটক শফিকুল ইসলাম সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট পুকুরপাড়া গ্রামের খলিল উদ্দিনের ছেলে। ১৯ মে রোববার র‌্যাব তাকে সৈয়দপুর থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

র‌্যাব-১৩ সূত্রে জানা যায়, একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৮ মে শনিবার বেলা সাড়ে ৩টায় উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ পুকুরপাড়ায় অভিযান পরিচালনা করে। এসময় ওই গ্রামের মো. শফিকুল ইসলামের বসতবাড়ি থেকে একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করে। যার ওজন আনুমানিক ৩ কেজি ৪০০ গ্রাম।

পরে এ ঘটনায় শফিকুল ইসলামকে আটক করে র‌্যাব ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। এরপর আসামিকে সৈয়দপুর থানায় হস্তান্তর পূর্বক তার বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পর আসামিকে রোববার বিকেলে নীলফামারীর জেল হাজতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ