• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০১:১৯:১৪ (21-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০১:১৯:১৪ (21-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

৩ সপ্তাহ থেকে মিলছে না মজুরি, বিপাকে চা বাগানের শ্রমিকরা

১০ মে ২০২৪ বিকাল ০৩:২৯:৫৬

৩ সপ্তাহ থেকে মিলছে না মজুরি, বিপাকে চা বাগানের শ্রমিকরা

সিলেট প্রতিনিধি: গত ৩ সপ্তাহ থেকে মজুরি, রেশন না পাওয়ায় বিপাকে পড়েছেন গুলনী চা বাগানের শ্রমিকেরা। এরমধ্যে নেই চিকিৎসা সেবা ও বাসস্থানের নিশ্চয়তা। এমন পরিস্থিতিতে কষ্টে দিন যাপন করছেন চা বাগানের শ্রমিকেরা।

এদিকে বেতন বন্ধ হলেও বন্ধ নেই কাজ। এভাবেই চলছে সিলেটে গোয়াইনঘাটের ফতেপুর ইউনিয়নের গুলনী চা বাগানের শ্রমিকদের।

জানা গেছে, এই চা বাগানের শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা তিন সপ্তাহ ধরে মানবেতর জীবনযাপন করলেও এর প্রতিকারে নেই কোনো কার্যকর উদ্যোগ। এতে দিশেহারা হয়ে গেছেন তারা।

বাগানের শ্রমিকদের সাথে কথা হলে তারা বলেন, চা শ্রমিকরা এমনিতেই অসহায়। সারাদিন খাটুনির পর সামান্য যে পরিমাণ টাকা-পয়সা পাওয়া যায়, তা দিয়ে কোনোমতে তাদের সংসার চলে। কিন্তু বেশ কিছুদিন ধরে তাদের বেতন ও বোনাসসহ যাবতীয় সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে বাগান কর্তৃপক্ষ।

তারা বলেন, ক্ষুধা মিটাতে একবেলা ভাত খেলে আরেক বেলা আলু সিদ্ধ কিংবা কচু সিদ্ধ করে খেতে হচ্ছে। যে-সব পরিবারে সদস্য বেশি, কিছু উপার্জনের মানুষ কম, তাদের অবস্থা সবচেয়ে বেশি খারাপ।

এ বিষয়ে জানতে চাইলে গুলনী চা বাগানের ব্যবস্থাপক শাহাবুল্লাহ সরকার নয়ন বলেন, চায়ের উৎপাদন খরচ বেশি হলেও নিলামে কম মূল্যে বিক্রি করতে হচ্ছে। এতে মালিক পক্ষ লোকসানে রয়েছে আর ভর্তুকি দিয়ে কত চালানো যায়। চা শ্রমিকদের বেতনভাতা পরিশোধের জন্য মালিকপক্ষ ব্যাংক লোন গ্রহণের চেষ্টা করছেন বলে জানান তিনি।

চা শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালির সাধারণ সম্পাদক দেবু বাউরী জানিয়েছেন, শ্রমিকদের বেতনভাতা পরিশোধের বিষয়ে মালিকপক্ষের সাথে আলাপ হয়েছে, বেতন পরিশোধের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ