• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৮:১৮ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৮:১৮ (20-May-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

মাধবদীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্ম বিরতি

১০ মে ২০২৪ সকাল ০৮:৩৬:৩০

মাধবদীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্ম বিরতি

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি গত ৫ দিনের কর্মবিরতির সাথে একাত্মতা প্রকাশ করে গ্রাহক ও বিদ্যুৎ সেবা সচল রেখে নানান বৈষম্য  নিরসনের দাবিতে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা ও কর্মচারীরা ৯ মে বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি পালন করে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতি চলে দুপুর ১টা পর্যন্ত। এতে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমতি-১ এর আওতাধীন মাধবদী জোনাল অফিস, ঘোড়াশাল জোনাল অফিস, তালতলী সাব জোনাল অফিসসহ সদরদপ্তরের প্রায় দুইশতাধিক কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।

এ সময় কর্মবিরতিতে অংশ নেয়া কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, সারা বছর  মাঠে ময়দানে গ্রাহক সেবা প্রদান করে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন। লাভ নয়, লোকসান নয়, এই ভিত্তিতে পল্লী বিদ্যুৎ সমিতি স্থাপিত হলেও এর সুফল না পাচ্ছে পল্লী বিদ্যুতের গ্রাহকরা, না পাচ্ছে সেবা প্রদানকারী কর্মকর্তা ও কর্মচারীরা। অন্যদিকে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর মাঝে রয়েছে বৈষম্যমূলক বেতন কাঠামোসহ অভিন্ন সার্ভিস কোড।

সুযোগ-সুবিধার দিক দিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ড সপ্তাহে শুক্র ও শনিবার ছুটি ভোগ করলেও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর কর্মকর্তা ও কর্মচারীরা নির্দিষ্ট কোনো ছুটি ভোগ করতে পারেন না। তাছাড়া পল্লীবিদ্যুতায়ন বোর্ডের একজন সামান্য কর্মচারী ডেপুটি  ডিরেক্টর পর্যন্ত  প্রমোশন পেতে পারেন, অথচ মাঠ পর্যায়ের পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর কর্মকর্তা-কর্মচারীদের পোস্ট ব্লক করে রাখা হয়েছে।

এসব অনিয়ম ও সুবিধাবঞ্চিত মাঠ পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘ দিন যাবত সংক্ষুদ্ধ ছিলো। এর পরিপ্রেক্ষিতেই সারা দেশের ন্যায় নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-১ অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি কার্যক্রম পালন শুরু করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









রাঙামাটিতে ইউপিডিএফ’র অবরোধ পালন
২০ মে ২০২৪ দুপুর ০২:৪৪:২৬