• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ দুপুর ১২:১৯:৪৫ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ দুপুর ১২:১৯:৪৫ (20-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ছয় হাজার ভোটের ব্যবধানে হালুয়াঘাটের চেয়ারম্যান হলেন আব্দুল হামিদ

৯ মে ২০২৪ সকাল ১১:০৮:৪০

ছয় হাজার ভোটের ব্যবধানে হালুয়াঘাটের চেয়ারম্যান হলেন আব্দুল হামিদ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা পরিষদ নির্বাচনে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই  শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ৮ মে বুধবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে একটানা বিকাল ৪টা পর্যন্ত ৯৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

পরে বুধবার রাত ১১টার দিকে হালুয়াঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাজিবুল করিম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে ৩৪১৮৫ ভোট পেয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আব্দুল হামিদ আনারস প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৬২০৮ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. নাজিম উদ্দিন দোয়াত-কলম প্রতীক নিয়ে ২৮০৭৭ ভোট পেয়েছেন। এছাড়া মো. কামরুজ্জামান হেলিকপ্টার প্রতীক নিয়ে ১২৮৮৪ ভোট, জাহিদ আহম্মেদ সারোয়ার জাহান জাহাঙ্গীর মোটরসাইকেল প্রতীক নিয়ে ৬০৭২ ভোট ও আবু হাসনাত তারেক ঘোড়া প্রতীক নিয়ে ১২১১ ভোট পেয়েছেন।

অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শেখ রাসেল তালা প্রতীক নিয়ে ৪৯৮১ ভোটের ব্যবধানে মোট ২৫৫৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবিএম কাজল সরকার টিয়া প্রতীক নিয়ে ২০৬০২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। এছাড়া শাখাওয়াত হোসেন ফকির চশমা প্রতীক নিয়ে ১০৩০০ ভোট, সাইফুর রহমান মাইক প্রতীক নিয়ে ৭৬০৩ ভোট ও হুমায়ুন কবির টিউবওয়েল প্রতীক নিয়ে ১৬৭৮৬ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. মনোয়ারা বেগম হাঁস প্রতীক নিয়ে ১৭৩৩ ভোটের ব্যবধানে মোট ৩১৮৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোছা. সুমী সেলাই মেশিন প্রতীক নিয়ে ৩০১১৩ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। এছাড়া, ঝর্ণা ঘোষ কলস প্রতীক নিয়ে ১৫১৯৮ ভোট ও হালিমা খাতুন ফুটবল প্রতীক নিয়ে ৩৯৪৫ ভোট পেয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ