• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ১০:২৬:৪৩ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ১০:২৬:৪৩ (20-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ডোমার উপজেলা চেয়ারম্যান সুমী, ডিমলার চেয়ারম্যান মিন্টু

৯ মে ২০২৪ সকাল ০৮:১৪:১২

ডোমার উপজেলা চেয়ারম্যান সুমী, ডিমলার চেয়ারম্যান মিন্টু

নীলফামারী প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নীলফামারীর ডিমলা ও ডোমার উপজেলায় ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ডিমলায় উপজেলা চেয়ারম্যান পদে মো. আনোয়ারুল হক সরকার মিন্টু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মো. আনোয়ারুল হক সরকার মিন্টু ঘোড়া প্রতীকে ২৭ হাজার ২৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফেরদৌস পারভেজ আনারস প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৯১ ভোট।

অন্যদিকে ডোমার উপজেলায় টেলিফোন প্রতীকের চেয়ারম্যান পদে সরকার ফারহানা সুমী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সুমী ৩১ হাজার ৪২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের তোফায়েল আহমেদ পেয়েছেন ২৩ হাজার ১৩৪ ভোট।

৮ মে বুধবার রাত ১০টার দিকে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

নির্বাচিত দুই চেয়ারম্যান আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। ডিমলার মিন্টু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
অপর দিকে ডোমারের সুমী নীলফামারী জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক (রংপুর-রাজশাহী)।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ