• ঢাকা
  • |
  • সোমবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০২:৫১:০০ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০২:৫১:০০ (20-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মনোহরগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা

৮ মে ২০২৪ বিকাল ০৪:৩৭:৪৯

মনোহরগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি: অনিয়মের অভিযোগ এনে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার এক চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। এ সময় তিনি পুনঃনির্বাচন দাবি করেন। মনোহরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে বেলা সাড়ে ১২টার দিকে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

ওই প্রার্থীর নাম জাকির হোসেন। তিনি বর্তমান মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নির্বাচনে তিনি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ সময় জাকির হোসেন অভিযোগ করেন, ভোট কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়া হয়নি। আগের রাতে কর্মীদের মারধর করা হয়েছে এবং ভোট কেন্দ্রে ভোটারদের আসতে দেওয়া হয়নি। এ জন্য তিনি এই ভোট বর্জনের ঘোষণা দেন।  

এ ছাড়া এই উপজেলায় পুনরায় ভোটগ্রহণের দাবি জানান এবং নির্বাচনের বিরুদ্ধে আদালতে রিট পিটিশন করবেন বলে জানান ওই প্রার্থী।  

উল্লেখ্য, মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দুজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ