• ঢাকা
  • |
  • রবিবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১১:৪০:৪১ (19-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১১:৪০:৪১ (19-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেটের ৪ উপজেলায় চলছে ভোটগ্রহণ

৮ মে ২০২৪ সকাল ১১:৩৬:৪৭

সিলেটের ৪ উপজেলায় চলছে ভোটগ্রহণ

সিলেট প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সিলেটের ৪ উপজেলায় ভোটগ্রহণ চলছে। ৮ মে বুধবার সিলেটের দক্ষিণ সুরমা, সদর, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ উপজেলায় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে ৪টা পর্যন্ত।

এ চার উপজেলায় ৩টি পদে মোট ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বুধবার সকালে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, কয়েকজন করে ভোটার ভোট দিতে আসছেন। তবে বেশির ভাগ কেন্দ্র ছিল ভোটার শূন্য। ভোটারদের লাইন না থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অলস সময় কাটাচ্ছেন। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে দাবি কর্তৃপক্ষের।

সিনিয়র জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চার উপজেলায় চেয়ারম্যান পদে ২৪ জন ও ভাইস চেয়ারম্যান পদে ২৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় কাজ করছেন পুলিশ। গোয়েন্দা নজরদারি রয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে আছে। ইউনিয়ন পর্যায়ে একটি করে মোবাইল টিম সক্রিয় রয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নির্বাচন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মহানগরের আওতাধীন সদর ও দক্ষিণ সুরমা উপজেলার ১২৫টি কেন্দ্রে এক হাজার ২৭৫ জন পুলিশ ও এক হাজার ৬২৫ জন আনসার সদস্য নিরাপত্তায় নিয়োজিত আছেন।

এ ছাড়া নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে পুলিশের সাইবার টিমও তৎপর থাকবে বলে জানান এই কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ