• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৪৮:০৬ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৪৮:০৬ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

১৩ বছর পর ভোট হচ্ছে লক্ষ্মীপুরের পাঁচ ইউনিয়নে

২৮ এপ্রিল ২০২৪ সকাল ০৯:৫৫:৪১

১৩ বছর পর ভোট হচ্ছে লক্ষ্মীপুরের পাঁচ ইউনিয়নে

লক্ষ্মীপুর প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে লক্ষীপুরের পাঁচটি ইউনিয়নে চলছে ভোট গ্রহণ।

আজ ২৮ এপ্রিল রোববার সকাল ৮টা থেকে এসব ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিলো দেখারমত। দীর্ঘ ১৩ বছর পর এসব ইউনিয়নে ভোটগ্রহণ হওয়ায় ভোটারদের মাঝে বেশ আগ্রহ লক্ষ করা গেছে।

দীর্ঘ ১৩ বছর পর জেলার সদর উপজেলার ২নং দক্ষিণ হামছাদি, ৩নং দালাল বাজার, ৬নং বাঙ্গাখাঁ, ১৫নং লাহারকান্দি ও ১৯নং তেয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ফলে ভোটারদের মাঝে এ উৎসবের আমেজ বিরাজ করতে দেখা যায়।

এ পাঁচটি ইউপিতে চেয়ারম্যান পদে ২৮ জন, মেম্বার পদে ২’শ ২৫ জন, সংরক্ষিত মহিলা পদে ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪৬টি কেন্দ্রে ১ লাখ ২২ হাজার ৯’শ ২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাঁচটি ইউপিতে প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তার পাশাপাশি ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার র‌্যাব-১১ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

সীমানা নির্ধারণ ও মামলা জটিলতার কারণে এই পাঁচটি ইউনিয়নে ভোট হয়নি ১৩ বছরেও বেশি সময় ধরে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এসএসসির ফল জানা যাবে যেভাবে
১২ মে ২০২৪ দুপুর ১২:০৯:১০