• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ১২:০৩:১৮ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ১২:০৩:১৮ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে বেকারি ব্যবসায়ীর মৃত্যু

২৫ এপ্রিল ২০২৪ সকাল ১১:১৩:২২

সৈয়দপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে বেকারি ব্যবসায়ীর মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা লেগে জাবেদ হোসেন (২৭) নামে এক বেকারি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

২৪ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে শহরের সৈয়দপুর নীলফামারী সড়কের ঢেলাপীর পেট্রোল পাম্পের সামনে।

প্রত্যক্ষদর্শী জানান, নীলফামারী থেকে সৈয়দপুরমুখী ঢাকা মেট্রো-ট-২২-৬৬৬৮ নম্বর ট্রাকটি রাত আনুমানিক ১০টার সময় ঢেলাপীর পাম্পের সামনে এসে বিকল হয়ে যায়। ট্রাকের চালক ও হেলপার ট্রাকটিকে সড়কের এক পাশে দাঁড় করিয়ে রাখেন। তবে তারা ট্রাকের পিছন ও সামনের লাল বাতি জ্বালিয়ে রাখেন।

এদিকে রাত আনুমানিক সাড়ে ১১টার সময় গোলাহাট কবরস্থান রোডের মৃত ইমতেয়াজ হোসেনের ছেলে বেকারি ব্যবসায়ী জাবেদ হোসেন ভ্যানে করে বেকারি মালামাল বিভিন্ন দোকানে বিক্রি করে বাড়ি ফিরছিলেন। তিনি ওই স্থানে এসে ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা লেগে রক্তাক্ত হন। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে হাসপাতালে নেয়ার চেষ্টা করেন। তবে কয়েক মিনিটের মধ্যেই তিনি মারা যান। 

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে সৈয়দপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








অনলাইন জুয়াকে লাল কার্ড প্রদর্শন
৩০ এপ্রিল ২০২৫ সকাল ১০:১৬:৫৪

গাছ সতেজ রাখতে এড়িয়ে চলুন সাত ভুল
৩০ এপ্রিল ২০২৫ সকাল ১০:১০:১৭