• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৩৮:৫৫ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৩৮:৫৫ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

জগন্নাথপুরে মসজিদে ঢুকে ছুরিকাঘাত, মামলার প্রধান আসামি গ্রেফতার

২২ এপ্রিল ২০২৪ বিকাল ০৫:২২:৩০

জগন্নাথপুরে মসজিদে ঢুকে ছুরিকাঘাত, মামলার প্রধান আসামি গ্রেফতার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে নামাজ শেষে মসজিদের ভেতরে লিয়াকত আলীকে মারপিটসহ ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি হেলাল মিয়াকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।

২০ এপ্রিল শনিবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে ১৯ এপ্রিল শুক্রবার রাতে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাংঙ্গিয়ার গাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফাতার হেলাল মিয়া উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাংঙ্গিয়ার (বলবল) গ্রামের আব্দুল বারির ছেলে। ঘটনার পর থেকে হেলাল পলাতক ছিল। সে একাধিক মামলার তালিকাভুক্ত পলাতক আসামি।

প্রসঙ্গত, গত ২২ মার্চ শুক্রবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাংঙ্গিয়ার গাঁও গ্রামের আহত লিয়াকত আলীর সাথে একই গ্রামের হেলাল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সাংঙ্গিয়ার গাঁও জামে মসজিদে জুম্মার নামাজ শেষে মসজিদের ভিতরেই অভিযুক্ত হেলালসহ আরো ২-৩ জন অতর্কিত হামলা চালায় লিয়াকত আলী উপর। হামলার এক পর্যায়ে হামলাকারীরা এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতাবস্থায় লিয়াকত আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় ৮ এপ্রিল লিয়াকত আলীর ভাই সাজ্জাত আলী বাদী হয়ে হেলাল মিয়াকে প্রধান করে ৬ জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বাজারে এলো রিয়েলমি সি৬৫ স্মার্টফোন
১২ মে ২০২৪ বিকাল ০৩:৩৭:২৮









এসএসসিতে পাসের হার ৮৩.০৪ শতাংশ
১২ মে ২০২৪ দুপুর ০১:৫৩:৪৪