• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩১ ভোর ০৫:১৭:১১ (01-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩১ ভোর ০৫:১৭:১১ (01-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঘোড়াঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত

১৮ এপ্রিল ২০২৪ বিকাল ০৪:৩৩:৫৯

ঘোড়াঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: ‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ পালিত হয়েছে।

১৮ এপ্রিল বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় উপজেলার ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।

এসএম মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সারোয়ার হাসান, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, ১নং বুলাকীপুর ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকার, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, ৪নং ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, উপজেলা খামারি অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ নেওয়াজ, খামারি কৌশিক মন্ডল প্রমুখ।

প্রদর্শনীতে উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ৩৬টি স্টলের অংশগ্রহণে ৬ ক্যাটাগরিতে ১৮ জনের মাঝে ১ম পুরস্কার হিসেবে ২ হাজার ৮০০ টাকা, ২য় পুরস্কার হিসেবে ২ হাজার টাকা, ৩য় পুরস্কার হিসেবে ১ হাজার ৫০০ টাকা ও অংশগ্রহণকারী সকল খামারিদের মাঝে ১ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ