• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৬:১০:৩৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৬:১০:৩৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লায় ৫০ কেজি গাঁজাসহ ৬ কারবারি আটক

৪ এপ্রিল ২০২৪ সকাল ০৯:০২:০৬

কুমিল্লায় ৫০ কেজি গাঁজাসহ ৬ কারবারি আটক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

৩ এপ্রিল বুধবার সকাল পৌনে ৭টায় চৌদ্দগ্রাম পৌরসভার উপ-করকমিশনারের কার্যালয়ের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই মো. মশিউর আলমসহ একদল পুলিশ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধারে নিয়মিত ডিউটিরত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম পৌরসভার উপ-করকমিশনারের কার্যালয়ের সামনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে কমলপুর রাস্তার মাথায় অভিযান পরিচালনা করে। এতে ৬ মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

এ সময় ৪টি বস্তায় বিশেষ কায়দায় রাখা ৫০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

আটক মাদক কারবারিরা হলো- মাসুদ পারভেজের ছেলে হায়দার আহম্মেদ উৎসব শিকদার (৩০), মৃত হায়দার আলীর ছেলে মো. রাকিব হাসান রকি (৩৫), আলমাছ ঢালীর ছেলে মাহফুজুর রহমান প্রকাশ মুন্না(৩০), আবুল খায়েরের ছেলে সুফিয়ান হোসেন সজল(২৪), আব্দুল বাসেত মন্ডলের ছেলে মো. ইব্রাহিম(২৬) ও শিহাবুল আলম মিলনের ছেলে রবিউল আলম পিয়াস(২৬)।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভোলায় ৫ দফা দাবিতে মানববন্ধন
৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৫:৫৫:৪২