• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৩৪:৪৮ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৩৪:৪৮ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফরিদপুরে মাদরাসার চাঁদা কালেকশন নিয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন

৩ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:১৬:০৬

ফরিদপুরে মাদরাসার চাঁদা কালেকশন নিয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দপুর গ্রামে মাদরাসা ও এতিমখানার চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা ও মারপিটের ঘটনার সুষ্ঠ তদন্ত দাবিতে মানববন্ধন করা হয়েছে।

৩ এপ্রিল বুধবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। এতে ওই গ্রামের প্রায় অর্ধশতাধিক ব্যক্তি যোগ দেন।

এ সময় মানববন্ধনকারীরা বলেন, বিলগোবিন্দপুর এতিমখানা ও মাদরাসার কোমলমতি এতিম শিশুদের দিয়ে চাঁদা রশিদ ব্যতিত টাকা কালেকশনের প্রতিবাদ করায় তাদের উপর হামলা করা হয়। তারা এর প্রতিবাদ ও ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী আতিকুর রহমান বলেন, গত ৩০ মার্চ তার দোকানে ছোট ছোট কয়েকটা এতিম বাচ্চা এসে বলে, মাদরাসার হুজুর টাকা দিতে বলেছে। এসময় তিনি তাদের বলে, আমিতো এমনিই টাকা দেই। তোমরা আবার আসছো কেনো? এভাবে আর টাকা কালেকশন করতে আসবা না।

এরপর রাতে তারাবির নামাজের পরে তিনি বিলগোবিন্দপুর স্কুলের সামনে তার দোকান থেকে মাদরাসার বড় হুজুর ইসমাইল ও প্রতিষ্ঠাতার ছেলে নুরু তাকে ডেকে নিয়ে পাশের মাঠে নিয়ে চারপাশে ঘিরে ধরে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। তাকে হাতুড়ি ও লাঠিসোটা দিয়ে পেটানো হয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করেন। এ ব্যাপারে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

স্থানীয় কৃষক সামাদ সর্দার জানান, তারা রাতে তারাবির নামাজ পড়ে দোকানে বসেছিলেন। এমন সময় শুনেন আতিকুর রহমানের উপর হামলা করা হয়েছে। পরে তারা সেখানে গেলে দেখেন আহতাবস্থায় আতিকুর পড়ে আছে আর হামলাকারীরা সেখান থেকে চলে গেছে।

মানববন্ধনকারীরা এ ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিচার দাবি করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







এসএসসির ফল জানা যাবে যেভাবে
১২ মে ২০২৪ দুপুর ১২:০৯:১০