• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:১০:৪১ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:১০:৪১ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ইনসেপটার নির্মাণাধীন ভবন থেকে ক্রেনসহ পড়ে শ্রমিক নিহত

২৭ মার্চ ২০২৪ দুপুর ০১:১৪:৪০

ইনসেপটার নির্মাণাধীন ভবন থেকে ক্রেনসহ পড়ে শ্রমিক নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ের ইনসেপটা ফার্মাসিউটিক্যালস নামে একটি ওষুধ কারখানার নির্মাণাধীন ছয়তলা ভবনের চারতলা থেকে ক্রেনসহ ছিঁড়ে পড়ে মো. সিরাজুল ইসলাম (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

২৫ মার্চ সোমবার বিকেল চারটার দিকে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় প্রতিষ্ঠানটির কেমিক্যাল ডিভিশনের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম প্রতিষ্ঠানটির নির্মাণাধীন ভবনে ক্রেন অপারেটরের কাজ করতেন।

নিহতের সহকর্মীরা জানান, নির্মাণাধীন ভবনটিতে নির্মাণ সামগ্রী তোলার ক্রেনের অপারেটরের ছিলেন তিনি। সোমবার বিকেল পাঁচটার দিকে ক্রেনের বাল্কে করে বালু উত্তোলনের সময় ক্রেনটির তার ছিঁড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে নিয়ে হাসপাতালে নিয়ে যান তার সহকর্মীরা। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মরদেহ হাসপাতালে নেওয়ার পরপরই দুর্ঘটনার জায়গাটি ধুয়ে ফেলা হয় বলে জানান শ্রমিকরা। তারা বলেন, অতিরিক্ত বালু উত্তোলন করায় ক্রেনের তার ছিঁড়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মানিকগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডিউটি চিকিৎসক ডা. আনোয়ার হোসেন বলেন, সন্ধ্যা ছয়টায় মৃত অবস্থায় তাকে গ্রহণ করা হয়। তাকে যারা নিয়ে এসেছিলেন, তারা জানিয়েছেন পড়ে মৃত্যু হয়েছে।

ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তা ফাইজুর রশিদ বলেন, তিনি সেফটি বেল্ট পরিহিত ছিলেন না। এ কারণে পড়ে হয়তো দুর্ঘটনা ঘটতে পারে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) পাভেল মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ওই শ্রমিকের ভাইও এখানে কাজ করে। মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

আলামত মুছে ফেলা হয়েছে কী-না প্রশ্নে তিনি বলেন, বালুর কাজ হয়েছে। পুরোটা ধুয়েছে দেখেছি।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, ইনসেপটায় প্রায় ২০ বছর ধরে কাজ করছিল সে। মরদেহ মানিকগঞ্জে নিয়ে গেছে। ওরা নিজেরা আলাপ করে মরদেহ নিয়ে গেছে। মামলা করবে না বলেছে। এখানে ও মানিকগঞ্জে লিখিত দিয়েছে। একটা অপমৃত্যু মামলা হয়েছে।

মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, মরদেহর সুরতহাল করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১১:৩৩

ইটনায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:২৪